- An-Nour Institute

by - admin
·
Posted on - September 4, 2024

বিশেষজ্ঞ স্কলারদের বিভাগে আপনাকে স্বাগতম!

আপনি শিক্ষার্থী, গবেষক বা শিক্ষানুরাগী যেই হোন না কেনো; আন-নুর ইনস্টিটিউট আপনাকে উপহার দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সেরা ইসলামি গবেষক ও নন্দিত চিন্তাবিদ আলেমদের বিষয়ভিত্তিক আলোচনা ও বিশ্লেষণ।  এই আলোচনাগুলোতে রয়েছে শরিয়াহ ও আধুনিক জ্ঞানের আলোকে সমকালীন জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সমাধানমূলক অমূল্য রত্নভাণ্ডার। আমাদের লক্ষ্য হচ্ছে এমন ব্যতিক্রমী শিক্ষামূলক বিষয়বস্তু উপস্থাপন করা, যা ধর্মীয় ও চিন্তাগত নানা ক্ষেত্রে জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করবে।

আমরা আশাবাদি যে, আপনি আমাদের সাথে একটি ফলপ্রসূ ও আলোকিত শিক্ষা অভিজ্ঞতা অর্জন করবেন এবং এই গঠনমূলক আলোচনা ও বক্তব্যগুলো আপনার জীবনে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা হিসাবে কাজ করবে।

আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার শিক্ষাযাত্রার অংশীদার হতে পেরে গর্বিত।

 

আমাদের পরিবেশনাঃ

  • শিক্ষা ও নির্দেশনামূলক দারসঃ যার উদ্দেশ্য ইসলামি মূল্যবোধ ও মূলনীতি সমূহের আলোকে পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে সচেতন ও আদর্শ মুসলিম গড়ে তোলা।
  • বিতর্ক ও পর্যালোচনাঃ ব্যক্তিগত ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ আলিমদের ফলপ্রসূ বিতর্ক ও পর্যালোচনায় অংশগ্রহণের সুযোগ লাভ।
  • সমসাময়িক ইস্যুঃ ইসলামের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সমসাময়িক ধর্মীয় ইস্যুর উপর বিশ্বসেরা ইসলামিক স্কলারদের মাধ্যমে আলোকপাত করা।
  • বিষয়ভিত্তিক বিশেষায়িত আলোচনাঃ ইসলামি জ্ঞানের বিভিন্ন শাখায়বিশ্বব্যাপী বরেণ্য ও স্বীকৃত গবেষক আলিমদের গবেষণামূলক আলোচনা ও প্রবন্ধ – নিবন্ধ উপস্থাপন করা।

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

  • জ্ঞান ও প্রজ্ঞার বিস্তার ঘটানোঃ স্থান–কাল নির্বিশেষে সকলের জন্য উপযোগী উন্নত শিক্ষাও গঠনমূলক বিষয়বস্তু উপস্থাপন করা।
  • সঠিকউপলব্ধি তৈরি করাঃ বিশেষজ্ঞ আলিমদের সহজ ও সাবলীল ব্যাখ্যার মাধ্যমে জটিল ও দুর্বোধ্য সমস্যার সমাধান উপস্থাপন।
  • গবেষণা ও সমালোচনামূলক চিন্তাকে উৎসাহিত করাঃ কৌতূহল উদ্দীপক এবং অনুসন্ধানীবিভিন্ন আলোচনা ও প্রবন্ধ – নিবন্ধ উপস্থাপন করার মাধ্যমে গবেষণা ও সমালোচনামূলক চিন্তাকে উৎসাহিত করা।
- An-Nour Institute
ChatRoom

You don't have any chatroom.