About - An-Nour Institute

আল-আযহার ইন্সটিটিউট

আল-আযহারের সহস্রাব্দের ঐতিহ্যের সুর গেঁথে, আমরা আধুনিকতার পথে অগ্রসর

ইন্সটিটিউটের দর্শন

আন-নুর ইনস্টিটিউট ফর আল-আযহার এডুকেশন –এর অধীন আল-আযহার ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়-পূর্ব শিক্ষাস্তরগুলো নিয়ে গঠিত একটি ডিজিটাল প্লাটফর্ম। এতে আল-আযহারের অধীন ‘মা’হাদুল বুউসিল ইসলামিয়া’র বিদেশি শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত শিক্ষা কারিকুলাম অনুসরণ করে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইনস্টিটিউটের ওয়েবসাইটে অনলাইনে ক্লাস ও পাঠদান সম্পন্ন করা হয়।

ইন্সটিটিউটের বার্তা

আল-আযহার ইনস্টিটিউট স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানোত্তীর্ণ শিক্ষা প্লাটফর্ম হিসেবে নিজস্ব অবস্থান গড়তে চায়, যা আল-আযহারের পাঠক্রমকে ভিত্তি করে ইসলামি ও আরবি জ্ঞানশাস্ত্রসমূহ অধ্যয়নের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সক্ষম হবে। এক্ষেত্রে ইনস্টিটিউট শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সক্ষমতা বৃদ্ধি করতে শিক্ষাব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে আল-আযহারের মধ্যপন্থী নীতিতে শিক্ষার বিস্তার ঘটাতে বদ্ধপরিকর।

লক্ষ উদ্দেশ্য

  • শিক্ষার্থীদের নানামুখী বিকাশ নিশ্চিত করা এবং সার্বজনীন শিক্ষা প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞ শিক্ষাবিদ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পরিচালনায় উচ্চমানের শিক্ষাব্যবস্থা সরবরাহ করা। 
  • প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সব বয়সী শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা। 
  • বৈষম্যের উর্ধ্বে উঠে সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সু-শিক্ষার পথকে উন্মুক্ত ও সহজ করা। 
  • বাংলাদেশসহ বিশ্বব্যাপী আল-আযহারের শিক্ষা-দর্শন ও পাঠ্যক্রমকে ছড়িয়ে দেওয়া। 
  • অভিনব ধারায় এমন এক শিক্ষা পদ্ধতি গড়ে তোলা যা একইসাথে নতুনত্ব, আধুনিকতা ও গুণগত মানের সমন্বয় ঘটাবে।
  • শিক্ষার্থীদের মাঝে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার সক্ষমতা তৈরি করা। 
  • দক্ষ শিক্ষকমন্ডলী কর্তৃক পাঠ্যক্রমের সহজ ব্যাখ্যার মাধ্যমে শিক্ষাগ্রহণের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা সমূহ দূরীভূত করা।

শিক্ষাস্তরসমূহ

স্কুল লেভেলে মোট চারটি স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়:

১. কিন্ডারগার্টেন / প্রি-স্কুল

২. প্রাথমিক স্তর (ইবতিদায়ি) 

৩. মাধ্যমিক স্তর (ইদাদি)

৪. উচ্চমাধ্যমিক স্তর (সানুভি)

পরীক্ষা পদ্ধতি ও সার্টিফিকেট সংক্রান্ত নীতিমালা

আল-আযহার ইনস্টিটিউটে সিলেবাস বন্টন ও পাঠদান পদ্ধতি নিম্নরূপঃ

প্রথমত: প্রাথমিক স্তরের (ইবতিদায়ি) প্রথম থেকে পঞ্চম বর্ষ এবং মাধ্যমিক স্তর (ইদাদি) ও উচ্চমাধ্যমিক স্তরের (সানুভি) প্রথম ও দ্বিতীয় বর্ষ সমুহে প্রতিটি শিক্ষাবর্ষ দুই সেমিস্টারে বিভক্ত। প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ক্ষেত্রে সকল শিক্ষাবর্ষের উভয় সেমিস্টারে আল-কুরআনুল কারিম ও হাদিসের পরীক্ষা লিখিত ও মৌখিক হবে এবং ইবতিদায়ি ও ই’দাদি স্তরে আদব নুসুসও মৌখিক পরীক্ষা হবে। এগুলো ছাড়া উপরোল্লিখিত সকল স্তরের সমস্ত পরীক্ষা লিখিতভাবে সম্পন্ন হবে। 

প্রথম সেমিস্টারের পর পরীক্ষার ফলাফল ঘোষণা হবে এবং দ্বিতীয় সেমিস্টারের পর উভয় পরীক্ষার ফলাফল যোগ করে মোট নম্বরের ওপর মার্কশিট প্রদান করা হবে।

ইবতিদায়ি (প্রাথমিক) প্রথম বর্ষ থেকে সানুভি (উচ্চমাধ্যমিক) দ্বিতীয় বর্ষ পর্যন্ত সকল পরীক্ষা ইনিস্টিটিউট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয়ত: প্রতি শিক্ষাস্তরের শেষ বর্ষে (ইবতিদায়ি ষষ্ঠ বর্ষ, ই’দাদি তৃতীয় বর্ষ ও সানাবি তৃতীয় বর্ষ) উভয় সেমিস্টারের পরীক্ষা বছর শেষে এক সাথে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার সময়সুচি আল-আযহারের কেন্দ্রীয় পরীক্ষার সাথে মিল রেখে ঘোষণা করা হবে। পরীক্ষার ফলাফল অনুযায়ী আল-আযহারের সাথে সমমানকৃত (মুয়াদালা) সার্টিফিকেট প্রদান করা হবে।

About - An-Nour Institute
ChatRoom

You don't have any chatroom.