নির্দেশনা
আপনার শিক্ষাসনদ ও অন্যান্য শিক্ষাপ্রমাণপত্রে ভুল হওয়া থেকে রক্ষা পেতে অত্যন্ত সতর্কতার সাথে নিবন্ধন ফরমটি পূরণ করুন।
- আপনার নাম ও অন্যান্য তথ্য পাসপোর্ট অনুযায়ী হুবহু প্রদান করুন। যদি পাসপোর্ট না থাকে, তাহলে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ থেকে ইংরেজি ও বাংলায় লিপিবদ্ধ তথ্যসমূহ হুবহু লিখুন।
- লাল তারকা চিহ্নিত (*) অপশনগুলো পূরণ করা বাধ্যতামূলক।
- একাউন্টে প্রবেশ করতে আপনার নিবন্ধিত ইমেইল/ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডটি সর্বদাই প্রয়োজন হবে। কেননা সকল শিক্ষা কার্যক্রম স্টুডেন্ট একাউন্টের অধীনেই পরিচালিত হয়। তাই নিবন্ধনের সময় এগুলো সতর্কতার সাথে লিখুন এবং কপি করে সংরক্ষণ করে রাখুন।