ইসলামি শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও জ্ঞানচর্চায় আধুনিকায়ন এবং আল-আযহারের মধ্যপন্থাকে অনুসরণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামায়ার বিশুদ্ধ আকিদার শিক্ষাদান ও প্রচারের লক্ষ্যে ইসলামি ও আরবি জ্ঞানশাস্ত্র সমূহ পাঠদানে নেতৃত্বের আসন অর্জনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সালাফে সালেহিনের পদাঙ্ক অনুসরণে ইসলামি শরিয়াহ’র মৌলিক উৎসমালা থেকে বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ ইলম অর্জন ও প্রচার করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি যে, ইসলামী শরিয়াহ নিছক প্রজন্ম পরম্পরায় বর্ণিত হয়ে আসা কোন ঐতিহ্য নয়; বরং নীতি ও আদর্শের একটি পরিশীলিত জীবন কাঠামো, যা স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে উঠে যুগে যুগে বিশ্বসভ্যতাকে সমৃদ্ধ করেছে।
আমাদের লক্ষ্য হচ্ছে, বিশুদ্ধ ও বিস্তৃত জ্ঞানচর্চার মাধ্যমে একজন মুসলিমের জীবনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যকে অনুধাবন ও বাস্তায়ন করা, আর তা হচ্ছে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বিশ্বাস স্থাপন, কুরআন ও সুন্নাহর উপর পরিপূর্ণ আমল করা এবং ইসলামের প্রচারে নিজের সর্বস্ব ব্যয় করা। এ লক্ষ্য অর্জনের জন্য আমরা সমাজ উন্নয়ন ও একাডেমিক শিক্ষাদানে অভিজ্ঞ পৃথিবীর বরেণ্য আযহারি স্কলারদেরদের তত্ত্বাবধানে তালিবুল ইলম ও উলামায়ে উম্মাহর একটি দক্ষ কাফেলা গড়ে তুলতে চাই, যারা হবে সমাজের ধর্মীয়, জ্ঞানগত, নৈতিক ও সাংস্কৃতিক প্রয়োজন মেটাতে সক্ষম নিষ্ঠাবান কর্মী।