Advanced Specializations and Diplomas - An-Nour Institute

তাখাসসুস ও ডিপ্লোমা

তাখাসসুস ও ডিপ্লোমা

এই বিভাগে শিক্ষার্থীরা প্রফেসর, স্কলার এবং শায়খদের তত্ত্বাবধানে নির্দিষ্ট একটি বা একাধিক বিষয় নিয়ে উচ্চতর পড়াশোনা করার সুযোগ পায়। পূর্ণ এক বছর মেয়াদী এই প্রোগ্রামগুলো দুইটি সেমিস্টারে বিন্যস্ত। প্রত্যেক সেমিস্টার শেষে পঠিত বিষয়গুলোর পরীক্ষা গ্রহণ করা হয়। উভয় সেমিস্টারের ফলাফল সমন্বয় করে ইনস্টিটিউট সার্টিফিকেট ইস্যু করে থাকে। কোর্সের সময় এবং ক্লাস শিডিউল প্রতি শিক্ষাবর্ষের শুরুতে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হয়। ইনস্টিটিউটের মৌলিক নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ১২ মাসের মধ্যেই একেকটি কোর্স সম্পন্ন করা হয়।

Advanced Specializations and Diplomas - An-Nour Institute
ChatRoom

You don't have any chatroom.