Scholarship - An-Nour Institute

আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির নীতিমালা

ভূমিকা

এই নীতিমালায় আল আযহার ইনস্টিটিউটের অধীনে পরিচালিত উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি লাভের উপায় সমূহ উল্লেখ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য–উদ্দেশ্য হচ্ছে, সুশিক্ষিত, সচেতন ও দক্ষ জাতি গঠনের নিমিত্তে আর্থিক প্রণোদনার মাধ্যমে অসচ্ছল ও আর্থিক প্রতিবন্ধকতার শিকার মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের পরিচর্যা ও তাদের উচ্চমানসম্পন্ন শিক্ষা অর্জন নিশ্চিত করা।

 

যোগ্যতার মানদণ্ডঃ

আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি লাভের মানদণ্ড শিক্ষাস্তর বা শ্রেণীর উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে। তবে সাধারণ মানদণ্ডের মধ্যে রয়েছেঃ

১। শ্রেষ্ঠত্বের পুরষ্কারঃ একাডেমিক শ্রেষ্ঠত্বের উপর ভিত্তি করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এই সুবিধা লাভের জন্য শিক্ষার্থীদের আবেদনের গ্রহণের ঘোষণায় উল্লেখিত একাডেমিক মানদণ্ডে উন্নীত হতে হবে। যেমন, নির্ধারিত গড় (GPA) নম্বর অর্জন অথবা বিশেষ সাফল্য অর্জন করা। পাশাপাশি ঘোষণায় উল্লেখিত মানদণ্ডের অন্যান্য শর্ত পূরণ করা।

২। আর্থিক প্রয়োজনঃ তহবিলে অর্থ বরাদ্দ থাকা স্বাপেক্ষে, ২৫% থেকে ৭৫% পর্যন্ত ফি মওকুফ করা যেতে পারে। এক্ষেত্রে ফি মওকুফের জন্য আবেদনকারীকে অবশ্যই তার পিতা বা অভিভাবকের আয়ের বিবরণী বা ট্যাক্স রিটার্নের মতো প্রাসঙ্গিক নথিপত্র প্রদান করে আর্থিক প্রয়োজনের বিষয়টি স্পষ্ট করতে হবে।

৩। ভৌগলিক বিবেচনাঃ তহবিলে অর্থ বরাদ্দ থাকা স্বাপেক্ষে কিছু শিক্ষাবৃত্তি বিশেষভাবে নির্দিষ্ট কোন অঞ্চল বিশেষতঃ উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

বিশেষ দ্রষ্টব্যঃ আন নূর ইন্সটিটিউটের আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির নীতিমালা মৌলিকভাবে একাডেমিক সাফল্যের উপর নির্ভর করে। এই সুবিধা লাভের জন্য আবেদনকারীকে ধারাবাহিক ভালো ফলাফল করা এবং ইন্সটিটিউট কর্তৃক নির্ধারিত গড় নম্বর ধরে রাখার পাশাপাশি শিক্ষাবৃত্তির ঘোষণায় উল্লেখিত অন্যান্য শর্ত পূরণ করা আবশ্যক।

 

আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির ধরণঃ

১। আংশিক বৃত্তিঃ যা শিক্ষা বেতনের ৫০% মওকুফ করবে। অবশিষ্টাংশ শিক্ষার্থীকে পরিশোধ করতে হবে।

২। আর্থিক সহায়তাঃ শিক্ষার্থীর বিশেষ কোন প্রয়োজনে আর্থিক সহায়তা, যা সাধারণত প্রোগ্রাম ফি এর ২৫% থেকে ৭৫% পর্যন্ত মওকুফ করবে।

 

 আবেদন প্রক্রিয়াঃ

১। আবেদনপত্রঃ আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি আবেদনকারীকে কোর্স বা প্রোগ্রামের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

২। নথিপত্র প্রদানঃ আবেদনকারীকে অভিভাবকের আয়ের বিবরণী বা ট্যাক্স রিটার্নের নথিপত্র এবং  আর্থিক প্রয়োজনের বিষয়টি স্পষ্ট করতে প্রাসঙ্গিক কাগজ দাখিল করতে হবে।

৩। ব্যক্তিগত বিবৃতিঃ ইংরেজি, আরবি বা বাংলায় একটি সংক্ষিপ্ত বিবরণ জমা দিতে হবে। যার মাধ্যমে শিক্ষার্থী কোর্সে অংশগ্রহণের উদ্দেশ্য, শিক্ষাগত ও পেশাগত জীবনের লক্ষ্য এবং কেনো তার আর্থিক সহায়তা প্রয়োজন তা ব্যাখ্যা করবে।

৪। সময়সীমাঃ প্রতিটি কোর্স বা প্রোগ্রামের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। বিলম্বিত আবেদন গ্রহণযোগ্য হবে না।

 

পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়াঃ

১। পর্যালোচনা ও বাছাই কমিটিঃ আমাদের বিশেষায়িত কমিটি আবেদনকারীর আর্থিক প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা এবং কোর্সের প্রতি তার দায়বদ্ধতার ভিত্তিতে আবেদন সমূহ পর্যালোচনা করবে।

২। সিদ্ধান্ত অবহিতকরণঃ শিক্ষাবৃত্তির ঘোষণায় উল্লেখিত সময়ের মধ্যে আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

৩। সহায়তা প্রাপ্তির জন্য আবশ্যকীয়ঃ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে আন নূরের ওয়েবসাইটের মাধ্যমে প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে হতে পারে।

 

শর্তাবলি ও বাধ্যবাধকতাঃ

১। কোর্স সমাপ্ত করাঃ আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রাপ্তদের কোর্স সমাপ্ত করা আবশ্যক। এটি করতে ব্যর্থ হলে বৃত্তি বাতিল করা হতে পারে এবং ভবিষ্যতেও সে অনুপযুক্ত বিবেচিত হতে পারে।

২। যথাযথ পরিশোধঃ কিস্তিতে অর্থ প্রদান পরিকল্পনার ক্ষেত্রে, শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে। নির্ধারিত সময়ে অর্থ প্রদান না করলে জরিমানা বা কোর্সের এক্সেস হারাতে পারে।

৩। অগ্রগতির প্রতিবেদনঃ আর্থিক সহায়তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নিজের একাডেমিক অগ্রগতি এবং ফলাফলের প্রতিবেদন বা আপডেট জমা দিতে হতে পারে।

 

নবায়ন ও ধারাবাহিকতাঃ

পুনঃআবেদনঃ যে সকল শিক্ষার্থীর ধারাবাহিক অর্থ সহায়তা প্রয়োজন, তাদেরকে প্রতিটি প্রোগ্রাম বা শিক্ষাবর্ষে নতুন করে আবেদন করতে হতে পারে।

 

স্বচ্ছতা ও গোপনীয়তাঃ

১। স্বচ্ছতাঃ আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রাপ্তির জন্য বাছাইয়ের মানদণ্ড ও প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং সকল আবেদনকারীকে স্পষ্টভাবে জানানো হবে।

২। গোপনীয়তাঃ সকল আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, আর্থিক তথ্য এবং ব্যক্তিগত তথ্য সমূহ গোপন রাখা হবে এবং শুধুমাত্র বাছাই প্রক্রিয়ায় যোগ্যতা নির্ধারণের কাজে ব্যবহৃত হবে।

 

পলিসি আপডেট ও রিভিশনঃ

ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে এই আর্থিক সহায়তা ও শিক্ষাবৃত্তির নীতিমালায় বিভিন্ন পরিবর্তন হতে পারে। কোর্স অফারে ভিন্নতা, তহবিলে অর্থ বরাদ্দ থাকা অথবা এই সংক্রান্ত অন্য যেকোন পরিস্থিতির কারণে এই পরিবর্তন ঘটতে পারে। নীতিমালায় যেকোন পরিবর্তনের বিষয়ে বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।

 

জ্ঞাতব্য:

আন নুর ইন্সটিটিউট ফর আল আযহার এডুকেশন কোন সরকার বা সরকারি প্রতিষ্ঠান থেকে কোন প্রকার অর্থ গ্রহণ করেনা। দ্বীন শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার অর্থ সাধারণ মুসলমানদের দান থেকে প্রদান করা হয়। এর একটি অংশ যাকাতের অর্থ থেকে বরাদ্দ হয়ে থাকে।

স্কলারশীপ ফরম

Scholarship - An-Nour Institute
ChatRoom

You don't have any chatroom.