Department of Recitation Modes - An-Nour Institute

ইলমুল কিরাআত বিভাগ

তাজবিদ

এটি প্রথম শাখা যেখানে ইলমুত তাজভিদের আহকাম ও নিয়মকানুন সংশ্লিষ্ট ধারাবাহিক পাঠদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থী হরফের মাখরাজসমূহের বিশুদ্ধ উচ্চারণসহ তাজভিদের আহকাম ও নিয়মকানুন সমূহের আক্ষরিক প্রয়োগ শিখে এবং বিশুদ্ধ ও উৎকৃষ্ট পদ্ধতিতে কুরআনের তিলাওয়াত করতে সক্ষম হয়। এই শাখায় মূল পাঠ্যবই হচ্ছে, আল্লামা জামজুরি রাহ.-এর বিখ্যাত ‘তুহফাতুল আতফাল’, ইমাম ইবনুল জাজারির ‘মাতনুল জাযারিয়া’ ও ‘সামাননুদিয়াত’ এর সাথে ইলমুত তাজবিদের অন্যান্য নির্ভরযোগ্য গ্রন্থের নির্বাচিত অংশ।

কিরাআত ও সনদ

দ্বিতীয় এই শাখায় শিক্ষার্থীরা মুতাওয়াতির সমস্ত কিরাআত শিখতে পারবে। এ ক্ষেত্রে নিম্ন বর্ণিত তুরাসি কিতাব থেকে পাঠদান করা হবে: ইমাম শাতিবির ‘মাতনুশ শাতিবিয়া লিল কিরাআতিস সাবআ’, ইমাম ইবনুল জাযারির ‘মাতনুদ দুররাতিল মুদিয়্যা ফিল কিরাআতিস সালাস’, মাতনু তাইয়েবাতিন  নাশর।

মুতাওয়াতির কিরাআতসমূহের পাঠদান শেষে কিরাআতের ওপর ইজাযাহপ্রাপ্ত, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কারিগণের পক্ষ থেকে প্রত্যেক কিরাআতের ওপর স্বতন্ত্র ইজাযাহ প্রদান করা হবে। যে দশ মুতাওয়াতির কিরাআতের ওপর ইজাযাহ প্রদান করা হবে সেগুলো হলো :

১. ইমাম হাফস ও শু’বার রিওয়ায়াতে ইমাম আসিম কুফির কিরাআত।

২. ইমাম ওয়ারশ ও কালুনের রিওয়ায়াতে ইমাম নাফি মাদানির কিরাআত। 

৩. ইমাম বিজ্জী ও কুনবুলের রিওয়ায়াতে ইমাম ইবনু কাসিরের কিরাআত। 

৪. ইমাম দুরি ও সুসির রিওয়ায়াতে ইমাম আবু আমর বসরির কিরাআত। 

৫. ইমাম হিশাম ও ইবনু জাকওয়ানের রিওয়ায়াতে ইমাম আবদুল্লাহ ইবনু আমর শামির কিরাআত।

৬. ইমাম খালাফ ও খাল্লাদের রিওয়ায়াতে ইমাম হামজাহ জায়্যাত কুফির কিরাআত। 

৭. ইমাম আবুল হারিস ও দুরির রিওয়ায়াতে ইমাম কিসায়ি কুফির কিরাআত। 

৮. ইমাম ইবনু জিমাজ ও ওয়ারদানের রিওয়ায়াতে ইমাম আবু জাফর মাদানির কিরাআত।

৯. ইমাম রুওয়াইস ও রুহের রিওয়ায়াতে ইমাম ইয়াকুব হাদরামি বসরির কিরাআত। 

১০. ইমাম ইসহাক ও ইদরিসের রিওয়ায়াতে ইমাম খালাফুল আশেরের কিরাআত।       

তাখাসসুস বা উচ্চতর ইলমুল কিরাআত স্টাডিজ

তৃতীয় এ শাখায় ইলমুল কিরাআতের উৎপত্তি ও ক্রমবিকাশ, নববি যুগের কিরাআতের গুণাগুণ ও অবস্থা, কিরাআত ও তাওয়াতুরের সাথে কুরআনের সংশ্লিষ্টতা, সনদের বিশুদ্ধতা, শাজ ও দুর্লভ কিরাআতসমূহের পরিচিতি, কিরাআতে বিভিন্নতার অন্তর্নিহিত কার্যকারণ, অন্য ইলমসমূহে ইলমুল কিরাআতের প্রভাব ও সংশ্লিষ্টতা, ওয়াকফ, ইবতিদা, কুরআন লিপিবদ্ধকরণ, কারিগণের স্তরসহ ইলমুল কিরাআতের ওপর আনীত নানা আপত্তি ও এর জবাব সম্পর্কে বিস্তৃত জ্ঞানার্জন এর জন্য বিশেষায়িত পড়াশোনার ব্যবস্থা রয়েছে।

পাশাপাশি এ শাখায় রয়েছে ইলমুল কিরাআত ও ইলমুত তাজবিদের কিছু বিশেষ মতনের পাঠ। যেমন : খালাফ আল হুসাইনির ‘মাতনু ইতহাফিল বাররিয়্যা, ইমাম জায়্যাতের ‘মাতনু তানকিহিল ফাতহিল কারিম’, ‘মাতনুল খলিজি’, ‘মতনুস সামনুদি’, ইমাম দানির ‘কিতাবুত তাইসির’, ইবনুল জাযারির ‘তাহবিরুত তাইসির’ ও ‘কিতাবুন নাশর ফিল কিরাআতিল আশর’। 

প্রতিটি মতনের পাঠ শেষে শিক্ষার্থী সে গ্রন্থের লেখক পর্যন্ত মুত্তাসিল সনদে ইজাযাহ লাভ করবে ইনশাআল্লাহ।

Department of Recitation Modes - An-Nour Institute
ChatRoom

You don't have any chatroom.