মাধ্যমিক স্তর (ইদাদি)
মাধ্যমিক স্তর (ইদাদি)
এই স্তরের অধ্যয়নের মোট সময়কাল তিন বছর। এই স্তর শেষে শিক্ষার্থীগণ ইদাদির সার্টিফিকেট লাভ করবে।
সিলেবাস ও পাঠ্যক্রম
প্রথম বর্ষ: আল-কুরআনুল কারিম, তাজবিদ, উসুলুদ্দীন (ধর্মতত্ত্ব), হানাফি ফিকহ, নাহব (আরবি ব্যাকরণ), মুতালাআ, ইমলা, ইনশা, খত্ব, বাংলা ভাষা, বিদেশি ভাষা (ইংলিশ)।
দ্বিতীয় বর্ষ : আল-কুরআনুল কারিম, তাজবিদ, উসুলুদ্দীন (ধর্মতত্ত্ব), হানাফি ফিকহ, নাহব (আরবি ব্যাকরণ), সারফ (শব্দ-রূপান্তর নীতি), মুতালাআ, ইমলা, ইনশা, খত্ব, বাংলা ভাষা, বিদেশি ভাষা (ইংলিশ)।
তৃতীয় বর্ষ : আল-কুরআনুল কারিম, তাজবিদ, উসুলুদ্দীন (ধর্মতত্ত্ব), হানাফি ফিকহ, ইসলামি সংস্কৃতি, নাহব (আরবি ব্যাকরণ), সারফ (শব্দ-রূপান্তর নীতি), মুতালাআ, ইমলা, ইনশা, খত্ব, বাংলা ভাষা, বিদেশি ভাষা (ইংলিশ)।