বিশেষায়িত শিক্ষা ইন্সটিটিউট
সমৃদ্ধ বিশেষায়িত কোর্সের মাধ্যমে শাস্ত্রীয় পাঠদানে আমরা অনন্য
প্রি-রেকর্ডেড (পূর্ব ধারণকৃত) কোর্স
এ বিভাগটি শাস্ত্রীয় বিষয়ে পারদর্শী বিশেষজ্ঞ প্রফেসর ও স্কলারদের মাধ্যমে ধারণকৃত কোর্স সম্বলিত। রেকর্ডিংয়ের সর্বোচ্চ মান নিশ্চিত করে উচ্চ মানের স্টুডিওতে একেকটি ক্লাস রেকর্ড করা হয়। বিষয়ভিত্তিক কোর্সগুলো শিক্ষার্থীদের যোগ্যতার স্তর অনুযায়ী বিন্যস্ত হওয়ার পাশাপাশি উপাদান এবং আলোচ্যবিষয় বিবেচনায়ও অনন্য ও স্বতন্ত্র।
প্রতিটি ক্লাসের ভিডিও ডিউরেশন সাধারণত অনূর্ধ্ব ১৫ মিনিট। এতে মৌলিক বিষয়গুলো সংক্ষেপে শিক্ষার্থীরা শিখে নিতে পারে। পাশাপাশি তাদের মনোযোগ এবং তৎপরতা অব্যাহত রাখতে প্রতিটি ক্লাসের শেষেই কুইজ আকারে প্রশ্নের ব্যবস্থা রাখা হয়েছে। সফলভাবে কুইজের উত্তর দিয়ে উত্তীর্ণ হওয়া পরবর্তী ক্লাসে অগ্রসর হওয়ার পূর্বশর্ত।
পর্যায়ক্রমে কোর্সের সবগুলো ক্লাস সম্পন্ন করে ইনস্টিটিউটের পক্ষ থেকে শিক্ষার্থীরা ‘অংশগ্রহণমূলক সনদ/প্রমাণপত্র’ (شهادة الحضور) অর্জন করে থাকে। আর কোর্সের মূল সার্টিফিকেটের জন্য ইনস্টিটিউটের অধীনে আয়োজিত সর্বশেষ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

শাস্ত্রীয় গুরুত্বপূর্ণ মুতুনের আলোকে তাজভিদ ও কিরাআত কোর্স

Teachers Training Workshop

Arabic Language Course

মুসহাফ পরিচিতি কোর্স

কুরআনি দারস
ইনস্টিটিউটের এই অংশে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষকদের সাথে সরাসরি বুদ্ধিবৃত্তিক সম্পর্ক তৈরি করে দেওয়ার পরিকল্পনা থেকে লাইভ কোর্সের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থীরা সরাসরি আল-আযহারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, স্কলার এবং শায়খদের কাছে ক্লাস করার পাশাপাশি প্রশ্নোত্তর এবং উন্মুক্ত চিন্তা বিনিময়ের সুযোগ পেয়ে থাকে। বিশেষজ্ঞ শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগের ফলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধি এবং তাদের ভেতরে থাকা সুপ্ত গবেষণাধর্মী ব্যক্তিত্ব গঠিত হয়।
লাইভ কোর্সের ক্ষেত্রেও মাদ্দাহ বা বিষয়বস্তুর গুরুত্ব ও গভীরতা বিবেচনা করে স্তর বিন্যস্ত রয়েছে। কোর্সের মূল সার্টিফিকেটের জন্য ইনস্টিটিউটের অধীনে আয়োজিত সর্বশেষ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

তাহফিজুল কুরআন

General Arabic (Male) Beginner Level A1

General Arabic (Female) Beginner Level A1

বেসিক টু অ্যাডভান্সড তাজউইদ কোর্স

নাহু ও সরফ কোর্স
তাখাসসুস ও ডিপ্লোমা
এই বিভাগে শিক্ষার্থীরা প্রফেসর, স্কলার এবং শায়খদের তত্ত্বাবধানে নির্দিষ্ট একটি বা একাধিক বিষয় নিয়ে উচ্চতর পড়াশোনা করার সুযোগ পায়। পূর্ণ এক বছর মেয়াদী এই প্রোগ্রামগুলো দুইটি সেমিস্টারে বিন্যস্ত। প্রত্যেক সেমিস্টার শেষে পঠিত বিষয়গুলোর পরীক্ষা গ্রহণ করা হয়। উভয় সেমিস্টারের ফলাফল সমন্বয় করে ইনস্টিটিউট সার্টিফিকেট ইস্যু করে থাকে। কোর্সের সময় এবং ক্লাস শিডিউল প্রতি শিক্ষাবর্ষের শুরুতে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হয়। ইনস্টিটিউটের মৌলিক নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ১২ মাসের মধ্যেই একেকটি কোর্স সম্পন্ন করা হয়।

ইলমুল বালাগাহ ডিপ্লোমা

ইলমুস সরফ ডিপ্লোমা
